Mixed Mp3 Songs
খোলা চিঠি | Khola Chithi - Ehsan Rahi | Lyrics
তোমার জন্য পাঠিয়ে দিলাম খোলা চিঠি
তোমার জন্য ছড়িয়ে দিলাম প্রজাপতি
ভালোবাসো আর নাই বা বাসো
ভালোবাসি তোমায়
দেখেছ কী ওই আকাশটা-
নীলে নীলে নীলাম্বর
ছুঁয়েছো কি সাগরের জল-
হিম শীতল হাওয়ায়
ভালোবাসো আর নাই বা বাসো
ভালোবাসি তোমায়
হেঁটেছো কী আলতো পায়ে-
ভেজা ঘাসের ছোঁয়ায়
চেয়েছো কী বাসতে ভালো-
কখনও কী আমায়
ভালোবাসো আর নাই বা বাসো
ভালোবাসি তোমায়
তোমার জন্য পাঠিয়ে দিলাম খোলা চিঠি
তোমার জন্য ছড়িয়ে দিলাম প্রজাপতি
ভালোবাসো আর নাই বাসো
ভালোবাসি তোমায়
Posted: Friday, January 27, 2017
তোমার জন্য ছড়িয়ে দিলাম প্রজাপতি
ভালোবাসো আর নাই বা বাসো
ভালোবাসি তোমায়
দেখেছ কী ওই আকাশটা-
নীলে নীলে নীলাম্বর
ছুঁয়েছো কি সাগরের জল-
হিম শীতল হাওয়ায়
ভালোবাসো আর নাই বা বাসো
ভালোবাসি তোমায়
হেঁটেছো কী আলতো পায়ে-
ভেজা ঘাসের ছোঁয়ায়
চেয়েছো কী বাসতে ভালো-
কখনও কী আমায়
ভালোবাসো আর নাই বা বাসো
ভালোবাসি তোমায়
তোমার জন্য পাঠিয়ে দিলাম খোলা চিঠি
তোমার জন্য ছড়িয়ে দিলাম প্রজাপতি
ভালোবাসো আর নাই বাসো
ভালোবাসি তোমায়
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)