Mixed Mp3 Songs
তুমি আমার ঘুম | Tumi Amar Ghum - T.W Sainik | Lyrics
তুমি আমার ঘুম
তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না
তুমি আমার সুখ
তবু তোমায় নিয়ে ঘর বাঁধি না
তুমি আমার খোলা আকাশ
কখনো সূর্য দেখি না
তুমি আমার দিন থেকে রাত
আমি যে সময় জানি না
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ
তবুও সমুদ্র ছোঁব না
মরুর আকাশে রোদ হবো
শুধু ছায়া হবো না
তুমি আমার খোলা আকাশ
কখনো সূর্য দেখি না
তুমি আমার দিন থেকে রাত
আমি যে সময় জানি না
ভালোবাসা জলের মতন
দু’ হাত যেন ভরে না
প্রিয় মুখ তারার মতন
দু’ চোখে গোনা যায় না
তুমি আমার খোলা আকাশ
কখনো সূর্য দেখি না
তুমি আমার দিন থেকে রাত...
আমি যে সময় জানি না...
Posted: Friday, January 27, 2017
তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না
তুমি আমার সুখ
তবু তোমায় নিয়ে ঘর বাঁধি না
তুমি আমার খোলা আকাশ
কখনো সূর্য দেখি না
তুমি আমার দিন থেকে রাত
আমি যে সময় জানি না
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ
তবুও সমুদ্র ছোঁব না
মরুর আকাশে রোদ হবো
শুধু ছায়া হবো না
তুমি আমার খোলা আকাশ
কখনো সূর্য দেখি না
তুমি আমার দিন থেকে রাত
আমি যে সময় জানি না
ভালোবাসা জলের মতন
দু’ হাত যেন ভরে না
প্রিয় মুখ তারার মতন
দু’ চোখে গোনা যায় না
তুমি আমার খোলা আকাশ
কখনো সূর্য দেখি না
তুমি আমার দিন থেকে রাত...
আমি যে সময় জানি না...
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)