Jagoroner Gaan

দুর্গম গিরি কান্তার | Durgom Giri Kantar | Lyrics

Kazi Nazrul Islam

দুর্গম গিরি কান্তার মরু
দুস্তর পারাবার হে!
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে
যাত্রীরা হুঁশিয়ার!

দুলিতেছে তরী ফুলিতেছে জল
ভুলিতেছে মাঝি পথ
ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল
আছে কার হিম্মত
কে আছো জোয়ান হও আগুয়ান
হাঁকিছে ভবিষ্যত
এ তুফান ভারী দিতে হবে পাড়ি
নিতে হবে তরী পার

তিমির রাত্রি, মাতৃ-মন্ত্রী সান্ত্রীরা সাবধান
যুগ-যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষিয়াছে অভিযান
ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান
ইহাদেরে পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার

অসহায় জাতি মরিছে ডুবিয়া
জানে না সন্তরণ
কান্ডারী, আজি দেখিব তোমার
মাতৃ মুক্তি পণ
হিন্দু না ওরা মুসলিম
ওই জিজ্ঞাসে কোন্ জন
কান্ডারী, বল, ডুবিছে মানুষ
সন্তান মোর মা’র

গিরি-সংকট, ভীরু যাত্রীরা, গরজায় গুরু বাজ
পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ
কান্ডারী, তুমি ভুলিবে কি পথ? ত্যজিবে কি পথ মাঝ?
করে হানাহানি, তবু চল টানি নিয়েছ যে মহাভার

ফাঁসির মঞ্চে গেয়ে গেলো
যারা জীবনের জয়গান
আসি’ অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা
দিবে কোন বলিদান!
আজি পরীক্ষা জাতির অথবা
জাতেরে করিবে ত্রাণ
দুলিতেছে তরী, ফুলিতেছে জল
কান্ডারী হুঁশিয়ার!

Posted: Sunday, February 4, 2018
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)