Jagoroner Gaan

তীরহারা এই ঢেউয়ের সাগর | Tirhara Ai Deuer Shagor | Lyrics

তীরহারা এই ঢেউয়ের
সাগর পাড়ি দেবো রে
আমরা কজন নবীন মাঝি
হাল ধরেছি শক্ত করে রে
তীরহারা এই ঢেউয়ের
সাগর পাড়ি দিব রে

জীবন কাটে যুদ্ধ করে
প্রানের মায়া শান্ত করে
জীবনের স্বাদ নাহি পাই
ঘর বাড়ি ঠিকানা নাই
দিন রাত্রি জানা নাই
চলার সীমানা সঠিক নাই
জানি শুধু চলতে হবে
এই তরী বাইতে হবে
আমি যে সাগর মাঝি রে

তীরহারা এই ঢেউয়ের
সাগর পাড়ি দেব রে

জীবনের রঙে মনকে টানে না
ফুলের ঐ গন্ধ কেমন জানি না
জোছনার দৃশ্য চোখে পড়ে না
তারাও তো ভুলে কভু ডাকে না

বৈশাখের ওই রুদ্র ঝড়ে
আকাশ যখন ভেঙে পড়ে
ছেঁড়া পাল আরও ছিঁড়ে যায়
হাতছানি দেয় বিদ্যুৎ আমায়
হটাত কে যে শঙ্খ শোনায়
দেখি ঐ ভোরের পাখি গায়
তবু তরী বাইতে হবে
খেয়া পারে নিতে হবে
যতই ঝড় উঠুক সাগরে
তীরহারা এই ঢেউয়ের
সাগর পাড়ি দিব রে

Posted: Sunday, February 4, 2018
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)