Mixed Mp3 Songs
তোমার চুল বাঁধা | Tomar Chul Badha | Lyrics
#Song: Tomar Chul Bandha
#Lyrics -
তোমার চুল বাঁধা | লিরিক্স
তোমার চুল বাঁধা দেখতে দেখতে
ভাঙল কাঁচের আয়না
তোমার ছলাকলা দেখতে দেখতে
এ ভাঙল বুকের আয়না
ভরা যৌবনে সাজাতে তোমাকে
ষোলটি ফাগুন লেগে গেছে
তোমার অপরূপ ধরে রাখতে
পাগল হল যে আয়না
আমি যেমন তোমারই ছিলাম
তেমন তোমারই আছি
তুমি আয়নাকে প্রশ্ন করো
শুনে নাও কী বলে আয়না
তুমি একদিন এখানে এসো
আমার চোখের দিকে শুধু চাও
তুমি তবেই বুঝবে আমাকে
চোখ যে মনের আয়না
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)