ICONS

বৃষ্টিহত | Brishtihoto - Icons | Lyrics

#Song: Brishtihoto 
#Album: Ishshoronio 
#Band: Icons 
#Lyrics - 

তুমি প্রশ্ন করতে পারো বৃষ্টিকে ভুলে
আমি জানি দিয়েছি সবকিছু...
তুমি দেখিয়েছ সঠিক পথ
তাই বলছি এখনি সরে দাড়াও...
মিথ্যে আকাশের স্বপ্ন কেনো দেখো
দু চোখে কেনো অশ্রু..
এখনও আঁধারে তুমি, আলোর প্রার্থনারত...

তুমি আজো কেনো নিথর স্রোতে
দাড়িয়ে থাকো পথের মাঝে..
আমি স্বপ্ন দেখব বলে স্বপ্ন দেখতে গিয়ে
সবকিছুই বড়ই সাদাকালো..
মিথ্যে আকাশের স্বপ্ন কেনো দেখো
দু চোখে কেনো অশ্রু..
এখনও আঁধারে তুমি, আলোর প্রার্থনারত...

আমায় দেখেছিল তার পাশে
সেই স্রোতে হাত রেখে বসে
ফিরে চলা আবার সুর উঠে
চোখের শেষ কান্না ভুলে..
নেমে আশা যখন তোমার..
নেমে আশা যখন তোমার..
মিথ্যে আকাশের স্বপ্ন কেনো দেখো
দু চোখে কেনো অশ্রু..
এখনও আঁধারে তুমি, আলোর প্রার্থনারত..

ঈশ্বরনীয় এ্যালবামের বাকি গানের লিরিক্সঃ
Icons ব্যান্ডের অন্যান্য সিংগেল ট্র্যাক লিরিক্সঃ

Posted: Saturday, April 2, 2016
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)