ICONS

স্নাত | Snato - Icons | Lyrics

#Song: Snato 
#Album: Ishshoronio 
#Band:Icons 
#Lyrics - 

তার দিকে তাকিয়ে
আমার চলে যাওয়া হয় না
জেধ ধরে আছে আমায় তার মাঝে
চলে যাই তবু থেমে যাই আমি এখানে
পেছনে তোমার ডাক এসে থামে

আমি দাঁড়িয়ে থাকি ঝড়ের মাঝে
সড়ে দাঁড়াবার ডাক তুচ্ছ করে
চোখ মেলে দেখো চারিদিকে
তুমি একা নও তোমার পাশে

আমার তো তাও তুমি আছো
তোমার মাঝে আমি লুকাই
আমার তুমি আছো বলে
অন্ধকারে হাতটা বাড়াই
চোখের নিচে কান্না চেপে
বুকের মাঝে শুনি
আমার আছো তুমি
আমার আছো তুমি

আমি দাঁড়িয়ে থাকি ঝড়ের মাঝে
সড়ে দাঁড়াবার ডাক তুচ্ছ করে
চোখ মেলে দেখো চারিদিকে
তুমি একা নও তোমার পাশে

তার দিকে তাকিয়ে
আমার চলে যাওয়া হয় না
জেধ ধরে আছে আমায় তার মাঝে
চলে যাই তবু থেমে যাই আমি এখানে
পেছনে তোমার ডাক এসে থামে

ঈশ্বরনীয় এ্যালবামের বাকি গানের লিরিক্সঃ
Icons ব্যান্ডের অন্যান্য সিংগেল ট্র্যাক লিরিক্সঃ

Posted: Saturday, April 2, 2016
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)