ICONS
উৎসর্গ | Utshorgo - Icons | Lyrics
#Song: Utshorgo
#Album: Ishshoronio
#Band: Icons
#Lyrics -
যেখানে ছিলনা কখনো কেউ
আমাদের হাত ধরে...
শব্দহীন আমায় ডেকে
নিয়েছিল গভীরে...
হয়তো তুমিও ভুলে যাবে
একা একা কেঁদে যাবে এ মন
নিয়ে যাবে শেষের পথে
এটাই কি শেষ?
যখন আবারো সুখী তুমি
ভুলে যাওয়া ভুলে থাকার সুখে
অদৃশ্য আলিঙ্গন তোমার আমার
নিঃশব্দে নিশ্চুপ অন্ধ চোখে...
উড়ে যায় পুরোনো আবেগ
আকাশ ভেঙ্গে স্বপ্নরা নেমে আসে
বসে যায় চেনা চোখ খুঁজে ফেরে...
আমাদের হাত ধরে...
শব্দহীন আমায় ডেকে
নিয়েছিল গভীরে...
হয়তো তুমিও ভুলে যাবে
একা একা কেঁদে যাবে এ মন
নিয়ে যাবে শেষের পথে
এটাই কি শেষ?
যখন আবারো সুখী তুমি
ভুলে যাওয়া ভুলে থাকার সুখে
অদৃশ্য আলিঙ্গন তোমার আমার
নিঃশব্দে নিশ্চুপ অন্ধ চোখে...
উড়ে যায় পুরোনো আবেগ
আকাশ ভেঙ্গে স্বপ্নরা নেমে আসে
বসে যায় চেনা চোখ খুঁজে ফেরে...
- ০১. Brishtihoto by Icons | Lyrics
- ০২. Shottoy by Icons | Lyrics
- ০৩. Oporanho by Icons | Lyrics
- ০৪. Neo by Icons | Lyrics
- ০৫. Ishsshoronio by Icons | Lyrics
- ০৬. [O]shompurno by Icons | Lyrics
- ০৭. Uthsorgo by Icons | Lyrics
- ০৮. Oshomo by Icons | Lyrics
- ০৯. Sporsho by Icons | Lyrics
- ১০.Mrito by Icons | Lyrics
- ১১. Snato by Icons | Lyrics
- ১২. Obinoy by Icons | Lyrics
Icons ব্যান্ডের অন্যান্য সিংগেল ট্র্যাক লিরিক্সঃ
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)