Article | Blog

এই মনে আজো পরে থাকা বাংলা রক ব্যান্ড | 'আইকন্স'

একটা ব্যান্ড যাদের প্রায় সব গান সময়কে ভুলিয়ে নিয়ে যায় অনেক দূরে। নিজের সত্ত্বার সাথে চলে মৌন কথোপকথন। ক্লান্ত দুপুরে কিংবা অলস বিকেলে আকাশের দিকে তাকিয়ে কিংবা রাতের গভীর আঁধারে নিঃশ্বাস ফেলে সময়টা পার করে ফেলা যায় যাদের গান শুনে। এই ব্যান্ড কিংবা ব্যান্ডের গানগুলো এক কথায় চমৎকার যা এত বছর পরেও এখনও রেশ কাটেনি বরং প্রতিদিন আরও মুগ্ধ হওয়া সৃষ্টি করে এই ব্যান্ডের গানের লিরিক্স কিংবা কম্পোজিশন। আইকন্সের সাথে আমার পরিচয় ২০১৫ সাল থেকে, তখন থেকেই এদের গান শোনা যা আজ ৬ বছর যাবত শুনেই যাচ্ছি। আর এই লেখা যখন লিখছি তার থেকে  ২০ বছর আগে হয়তো একদল তরুন অনুধাবন করতে পেরেছিলো আজ তারা যা সৃষ্টি করবে তা বহু দশক ধরে মানুষের হৃদয়ের দাঁগ কেটে যাবে। সকলের কাছে আইকন হয়ে থাকার সুপ্ত বাসনা হতে চাওয়া আর দর্শন তত্ত্বের সংমিশ্রণেই জন্ম হয় আজকের দিনের হারিয়ে যাওয়া হাজারো শ্রোতার ভালোবাসার নাম ব্যান্ড "আইকন্স"।
icons band
img: Icons Band | credit: G-Series
ব্যান্ডের নাম আইকন্সঃ-

২০০১ সালের কথা, ভোকাল ও গিটারিস্ট মুনতাসির হোসেন রিজু, ড্রামার নিটন, বেজিস্ট ও লিরিসিস্ট ফয়সাল আকরাম ইথার মিলে একত্রে জ্যামিং করতে শুরু করেন; যদিও তখনও ব্যান্ড পরিপূর্ণ হয়নি, কোনো নাম ঠিক হয়নি। তবে শীঘ্রই তারা সেকেন্ড গিটারিস্ট জ্যোতিকে দলে নিলে তখন ব্যান্ড ফুল ফর্মেশন হয় এবং ২০০১ সালের ৫ই আগস্ট গড়ে তোলেন ব্যান্ড 'আইকন্স' অফিশিয়াল ভাবে ও পূর্ণ উদ্যোমে তখন আইকন্স তার যাত্রা শুরু করে কিন্তু কিছুদিন পর ব্যান্ডের লাইন-আপ এ কিছুটা পরিবর্তন আসে। ভোকাল ও গিটারিস্ট মুনতাসির হোসেন রিজু বাদে গিটারিস্ট জয়তি ব্যাক্তিগত কারণ দেখিয়ে ব্যান্ড লিভ করেন। এদিকে ব্যাজিস্ট ইথার বেজ ছেড়ে আসেন শুধুমাত্র লিরিসিস্ট হিসেবে; ইথারের স্থলাভিষিক্ত হয়ে ২০০২ সালের ফেব্রুয়ারি মাসে নতুন বেজিস্ট হিসেবে অমিত মুন্তাসির যোগ দেন। আইকন্সে লাইনআপে পরিবর্তন আসার পরে আইকন্স ফিরে আসে চিরচেনা পরিবেশে নতুন রুপে এক নতুন উদ্যোমে। এবার আসে নিজেদের প্রমাণ করার সময়।

প্রথম সিঙ্গেল ট্র্যাক 'নিষ্পাপ অপরাধ'-

২০০৩ সালের জুলাই মাসে আইকন্স খুঁজে পায় তাদের নতুন এক গিটারিস্ট 'শাওকত আহমেদ সিদ্দিকী'। 'আইকন্স' ব্যান্ড ২০০৩ সালে আন্ডারগ্রাউন্ড ব্যান্ড মিউজিকের ধ্রুব ব্যাক্তিত্ব ইশা খান দূরে'র কো অর্ডিনেশনে মিক্সড এ্যালবাম ''দিনবদল'' এ কাজ করার সুযোগ পেয়ে যায়; 'দিনবদল' এ্যালবামে আইকন্স ২০০৩ সালের নভেম্বরে রিলিজ করে তাদের প্রথম গান তথা ডেব্যুট সিঙ্গেল "নিষ্পাপ অপরাধ" গান-

'হেঁটে চলা সেই চেনা পথে আজ পথ চলা অসহায়
সুরেরি রঙে আঁকা জীবন সুরেই মিশে যায় হায়
সুরের ই রঙে আঁকা জীবন সুরে ই মিশে যায়
কৃষ্ণ জলে আজ ভেসে যায় আমার অপবাদ
ক্লান্ত পথে নির্ঘুম চোখে নিষ্পাপ অপরাধ'

তাদের প্রথম সিঙ্গেল 'নিষ্পাপ অপরাধ' গানটা তুমুল জনপ্রিয় হয় তরুণদের কাছে। গানের কথা ও কম্পোজিশন তৎকালীন সময়ে শ্রোতাদের মনে বেশ ভালো পরিমানেই দাঁগ কেটে যায়। যা ব্যান্ড আইকন্স কে এনে দেয় ডেব্যুট রিলিজেই সাফল্যতা।

নিষ্পাপ অপরাধ রিলিজের পরে তাদের সুযোগ আসে দ্বিতীয় সিঙ্গেল রিলিজের; এদিকে আবার ড্রামার নিটন উচ্চতর শিক্ষার জন্য বাহিরে পাড়ি জমান; ফলে ২০০৪ সালের মে মাসে নিটনের স্থলাভিষিক্ত হয় নতুন এক তুখোড় ড্রামার অশি ওমর। অন্যদিকে  তানজিনুল ইসলাম টোনা সেকেন্ড ভোকাল ও কীবোর্ড হিসেবে তখন জয়েন করেন-

দ্বিতীয় সিঙ্গেল ট্র্যাক 'নিষ্পাপ অপরাধ'-

২০০৪ সালের জুলাই মাসে আবারো দূরে ভাই এর প্রযোজনায় তুমুল জনপ্রিয় মিক্সড অ্যালবাম 'লোকায়ত' এ কাজ করার সুযোগ পায় তারা। লোকায়াত অ্যালবামে ক্রিপটিক ফেইট, ব্ল্যাক, ক্র্যালসহ অনেক রকিং ব্যান্ড গান গেয়েছিল। সেসব ব্যান্ডের সাথে তাল মিলিয়ে একটু ভিন্ন ধাঁচের ভাবে আইকনস তাদের সমস্ত প্রতিভা ও মেধা কাজে লাগিয়ে তৈরী করে দ্বিতীয় সিঙ্গেল গান 'অহংকার'। অহংকার যে কি লেভেলের গান সেটা যারা শুনেছেন তারাই বুঝবেন-

'মেঘ করেছে বৃষ্টি নামবে
চিহ্ন খুঁজে যাই তোমার
তোমার পৃথিবীতে এখনো কি
আমার বিপরীত আমি?'

"তোমার পৃথিবীতে এখনো কি! আমার বিপরীত আমি" এই জায়গায় ভোকাল মুনতাসির হোসেন রিজু  যে গ্রাঞ্জ এর ফিল দিয়েছেন তা কোন বিশেষণে পূর্নতা পাবেনা। 'অহংকার' গানের লিরিকসও যেমন দুর্দান্ত তেমনি সুন্দর গানের কম্পোজিশন। লিরিসিস্ট ফয়সাল আকরাম ইথার আইকনসের লাইফ টাইম পার্টনার কেননা পরবর্তীতে সবগুলো গানে ইথার রচিত মনোমুগ্ধকর লিরিকস গুলোই প্রেরণা যুগিয়েছে আইকন্সকে।

তৃতীয় সিঙ্গেল ট্র্যাক 'অবিনয়'-

পরবর্তী বছরেই (২০০৫ সালে) 'আইকন্স' আরো একধাপ সামনে এগিয়ে যাবার গৌরব অর্জন করে এবং বেসবাবা সুমন এর প্রযোজিত মিক্সড অ্যালবাম 'আগন্তুক ৩' এ কাজ করার সুযোগ পায়। এখানেও আইকনসের 'বাজিমাৎ'। রক আর ক্ল্যাসিকাল ধাঁচের 'অবিনয়' গানটা বিদ্ধ করে হাজারো তরুণ-তরুণীদের। যেকোন রক মিউজিক লাভার এর জন্য "অবিনয়" ট্র‍্যাক টা হবে অমৃতসম-

'সময়ের অগোচরে খুঁজে পাওয়া সুসময়..
আমার আঁধার আমার আলো
তোমাতেই মিশে রয়'

একের পর এক সফল ও স্বার্থক গান রিলিজ করে ইতিমধ্যে ব্যান্ড আইকন্স বাংলাদেশী ব্যান্ড মিউজিক ফ্যানদের মাঝে ব্যাপক সাড়া ফেলে দেয়। ইতিবাচক সাড়া ও শ্রোতাদের চাহিদার পাশাপাশি আইকন্সের প্রতিটি মেম্বারের মেধা ব্যান্ড আইকন্সকে ইতিমধ্যে দেশের আইকনিক স্টেজে অধিষ্ঠিত করে।

প্রথম এবং একমাত্র এ্যালবাম 'ঈশ্বরণীয়'-

সিঙ্গেল রিলিজের ধারাবাহিক সাফল্যের পর এবার আইকন্স ২০০৫ সালের জানুয়ারিতে চুক্তিবদ্ধ হয় জি-সিরিজের সাথে। এবার ঘুরে দাঁড়াবার পালা, চুক্তিবদ্ধ হওয়ার পরে এই বছরেই মার্চ মাস থেকে হাত দেয় ডেব্যুট এ্যালবামের রেকর্ডিং এর কাজে। ২০০৫ সালেই আইকনস জী সিরিজ ব্যানারে তাদের প্রথম এবং একমাত্র অ্যালবাম 'ঈশ্বরণীয়' প্রকাশ করে -

- আইকন্সের এ্যালবাম এবং সিংগেল ট্র্যাক-

ভোকাল/গিটারঃ মুনতাসির হোসেন রিজু
বেজঃ অমিত মুন্তাসির
গিটারঃ আহমেদ সিদ্দিকি
ড্রামসঃ  অশি ওমর

এ্যালবামঃ ঈশ্বরণীয় (২০০৫)
গানের সংখ্যাঃ ১১টি + ১টি বোনাস ট্র্যাক
০৪. নিও
০৮. অসম
১০.মৃত
১২. অবিনয় [বোনাস ট্র্যাক]


উপরে প্রতি গানে ক্লিক করলেই সেই গানের লিরিক্স পাবেন, এছাড়া সকল গানের লিরিক্স দেখতে: Ishshoronio Album Lyrics [Click Here]

এই এক এবং একমাত্র "ঈশ্বরনীয়" অ্যালবাম রিলিজের পরে আইকন্স'কে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তুমুল জনপ্রিয় ও শ্রোতাপ্রিয়তা পায় সেই অ্যালবামটি। চমৎকার লিরিক্স, লিরিক্স এর সাথেও অসাধারন কম্পোজিশনই যেন গানের মুল শক্তি। এরপর আসে মোন্তাসির হোসেন রিজু;র সেই হৃদয় মাতাল করা কন্ঠ। সবচেয়ে কানে বেশি বাজে অমিত মুন্তাসির এর অসাধরন বেজ লাইন এবং ওমর ভাই এর ড্র্যামস এর কম্বিনেশন টা জোস। পুরো গানে চমৎকার ওল্ড স্কুল রীফ প্লেয়িং। এরপর আসে আহমেদ সিদ্দিকি এর ভুবন ভুলানো গিটার সলো। এছাড়া কিছু গানের প্রথম দিকে স্লো আর একুস্টিক গীটার দিয়ে বাজানো পার্টটিতে রয়েছে ভোকালের অসাধারণ কাজ কিংবা শেষের দিকে ডিস্টর্টেড পার্ট গানকে দিয়েছে আরো ডেপথ। চমৎকার যেন পারফেক্ট অল্টারনেটিভ রক। 'ঈশ্বরণীয় অ্যালবামের অপরাহ্ন তো সবাই শুনেছেন জানা কথা; এটা আইকন্স এর সিগনেচার ট্র‍্যাক বলা চলে। টাইটেল ট্র‍্যাক "ঈশ্বরণীয়" ও অনেক দর্শকপ্রিয়তা পায়। এরমধ্যে 'স্নাত' গানটা ক্ল্যাসিক ধারার স্বীকৃতি পায়। ভোকাল রিজুর ইউনিক কন্ঠে এই কবিতা হয়ে ওঠে আইকন্স এর  আরেকটি অপুর্ব সৃষ্টি। আজো এই গান বেজে চলেছে মুঠোফোনে, কম্পিউটারে সব জায়গায়। অ্যালবাম এর অসম, স্পর্শ, উতসর্গ, বৃষ্টিহত সহ সবগুলা গান ই যে কারো প্রিয় গানের তালিকায় থাকার মত। "আমার তো তাও তুমি আছো, তোমার মাঝে আমি লুকাই"- অসাধারণ এই গানটির মাধ্যমেই এ্যালবাম শেষ হয়।

এ্যালবাম ঈশ্বরনীয় রিলিজের পরে আইকন্স মিউজিক ইন্ডাস্ট্রিতে নবাগত আইকনে পরিনত হয়ে উঠে৷ তারই ধারাবাহিকয় তারা নিয়মিত স্টেজ শোতে অংশগ্রহণ করতে থাকে এবং পারফরম্যান্স দিয়ে দর্শক শ্রোতাদের মন জয় করতে থাকে।

বর্তমান সময়ে আইকন্সের সবাই ব্যাক্তিগত জীবন ও কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছে, ২০০৫ সালে অ্যালবাম রিলিজের পর কিছু সময় এক্টিভ থেকে ২০১২ সালে হাতিয়ার ব্যান্ড মিক্সড এ্যালবামে অবশেষে সিঙ্গেল এক ট্র্যাক তথা একটা গান রিলিজ করে হঠাৎ করেই কাল পরিক্রমায় এই ট্যালেন্টেড ব্যান্ড আইকন্স এখন মিউজিক সিন থেকে বহুক্রোশ দূরেই অবস্থান করছে। হাজারো ভক্ত-শ্রোতাদের হৃদয় ভেঙে সিঙ্গেল "অবশেষে" গান যেনো ছিলো কোনো লুকানো বার্তা যে তারা আর থাকছে না অভিমানী এই পৃথিবীতে। অত্যন্ত বিষাদের বিষয় এটাই, আইকন্স ব্যান্ডের কার্যক্রম বর্তমানে স্থগিত হয়ে পড়েছে। ভেঙে গেছে প্রিয় ব্যান্ড 'আইকন্স'! আইকনস স্বল্পায়ু হলেও চিরস্থায়ী কেননা অল্প সময়েই অল্প বয়সেই তারা যে পারদর্শিতা দেখিয়েছে বাঘা-বাঘা ব্যান্ডগুলোও অতটা পারদর্শিতা দেখাতে পারে নি!

ঈশ্বরণীয় অ্যালবাম নিয়ে আইকন্সের কথাঃ

"গাড় নির্ঘুম চোখে শুন্যতা নিয়ে এখনো আমরা দাঁড়িয়ে, ক্লান্ত লোকালয়ের মুখোশ স্রোতে নিজেদের অশ্রুহীন সত্যয়। মিছিলের ডাক এখনো কানে বাজে। অলস ঘৃণার দ্বন্ধে আঁচলে মুখ ধেকে রাখে মাতৃভূমি। 

এরই মাঝে আমাদের একসাথে থাকা।

অনিয়মিত এই পরিবেশে আমরা হতাশ হই, হই ভীত। একে একে তুলে আনি আমাদের সবগুলো গান। খুঁজে দেখি তাদের মাঝেও। উত্তর কি মেলে? মেলে শুধু একটি জায়গায়। শোকে, দুঃখে, ব্যর্থতায় তাঁর দিকে তাকিয়ে ভুলে যাওয়া যায় সব কিছুই, নিজের ভেতর অনুভব করি তাঁর দেয়া সৃষ্টি করার শক্তি, শুনি পার্থক্য সৃষ্টি করার গান। 

এক নতুন মাত্রায় প্রবেশের এই সময়ে তাই তাঁর কাছেই আমাদের সমর্পণ... আমাদের 'ঈশ্বরণীয়'। 'ঈশ্বরণীয়' শুধু ঈশ্বরকে স্মরণ করাই নয়, তাকে স্মরন করার একটি উপলক্ষও।"

---- আইকন্স।

শেষকথাঃ
আমার মত আইকন্স ফ্যানদের জন্য আইকন্স ব্যান্ড এমন এক ব্যান্ড যাদের গানগুলো শুনতে শুনতে পৃথিবী ভুলে থাকা যায়। আর কোন গান না হলেও এদের গানগুলো আজীবন ই আমাদের মত আইকন্স-প্রেমিদের মনে আইকন্সকে সবসময়ই বাঁচিয়ে রাখবে। প্রতিদিনকার প্লেলিস্টে আইকন্স ব্যান্ডের গান আমার প্রতিদিনের প্লে-লিস্টে থাকে। এদের গানগুলো যতবার শুনি ততবারই একদম বুকের গভীর থেকে মন থেকেই অনুভব করি তাদেরকে। নিশ্চয়ই আমার মত হাজার হাজার শ্রোতা এখনো হাহাকার করছে আইকন্স এর রেস্পন্স এর জন্যে, তাদের গানের কথাতেই আইকন্সকে বলতে হয়-

'আমার শব্দহীন পৃথিবীর একটু জীবন চাই 
কতবার ভেবে গেছি আমি পৃথিবী ভালোবেসে যাই
তুমি ভালো থেকো ঘুমের ভেতর আমায় আড়াল করে
ভেঙে পরে আকাশের নীল কারুকাজ অন্তরে'

আইকন্স বেঁচে থাকুক গানভক্ত শ্রোতাদের মাঝে, ঈশ্বরের অসীম কৃপায়। আমি এখনো স্বপ্ন দেখি আইকন্স আবারো ফিরে আসবে। আন্ডারগ্রাউন্ড আবারো মাতিয়ে তুলবে। স্বপ্ন দেখতে তো দোষ নেই।

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া, ব্লগ, ফেসবুক, ইন্টারনেট।
(উক্ত পোস্ট লিখতে অনেকের লেখার সাহায্য নিতে হয়েছে আমার, তাদের প্রতি কৃতজ্ঞতা)

Posted: Sunday, November 7, 2021
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)